হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

একই বাড়ি থেকে প্রেমিকসহ আটক বউ-শাশুড়ি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যুবক বাড়িতে না থাকার সুযোগে দুই ঘরে নিজেদের প্রেমিক নিয়ে অবস্থান করছিলেন স্ত্রী (২২) ও বিধবা সৎ মা (২২)। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা এসে তাঁদের আটক করে। পরে সকালে তাঁদের সোপর্দ করা হয় তাড়াশ থানা-পুলিশের কাছে। শাশুড়ি ও ছেলের বউয়ের এমন কাণ্ডে এলাকায় চলছে নানা গুঞ্জন।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে তাড়াশ থানা-পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার রাতে ওই বাড়ির একমাত্র পুরুষটি বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাঁর স্ত্রী ও বিধবা সৎ মা নিজেদের আলাদা ঘরে তাঁদের প্রেমিকের সঙ্গে আপত্তিকর সম্পর্কে ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘর থেকে তাঁদের প্রেমিকসহ বউ-শাশুড়িকে আটকে রাখে। বুধবার সকালে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ বিষয়ে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক বলেন, ‘১১ বছর যাবৎ আমরা দুজন দুজনকে ভালোবাসি। এখন আমাদের বিয়ে করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’ তাঁদের দুজনের সংসারে একটি করে মেয়ে সন্তান রয়েছে। 

অপরদিকে, সামাজিকতা বিবেচনায় বিধবা মা ও তাঁর প্রেমিকও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। 

এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিকেলে বলেন, ‘ছেলের বউ, শাশুড়ি ও তাঁদের দুই প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন

বাড়ির পাশে পরিত্যক্ত ৩ গর্ত, শাস্তি চান সাজিদের মা