রাজশাহীর পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুনের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচনে পরাজিত অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা চেনবানু এ অভিযোগ দেন। এতে চার বছর বয়স বাড়ানোর অভিযোগটির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
অভিযোগের অনুলিপি রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, পবা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমারকে দেওয়া হয়েছে।
এর আগে ১১ জুন ‘রকেটের গতিতে বয়স বাড়িয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পপি’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে একটি সংবাদ প্রকাশ হলে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। ওই সংবাদের সূত্র ধরে আজ সিইসির কাছে অভিযোগ দেন পপির প্রতিদ্বন্দ্বী (পরাজিত) প্রার্থী চেনবানু।
তবে ওই সংবাদে পপি খাতুন বলেন, তাঁর জন্মতারিখ ভুল ছিল। তিনি সব নিয়মকানুন মেনেই জন্মতারিখ পরিবর্তন করেছেন। এখন প্রতিপক্ষ এসব সামনে এনে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
এতে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে প্রার্থী হয়ে পপি খাতুন নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাচন আইনের লঙ্ঘন করেছেন এবং এতে নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থাহীনতার সংকট সৃষ্টি করেছে।
পপি খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়টি এলাকার সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্ত হলে আরও অবৈধ তৎপরতার ঘটনা উদ্ঘাটিত হবে বলে এলাকার জনসাধারণ বিশ্বাস করে।