হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে বাম নেতাদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম নেতাদের মশাল মিছিলে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম নেতাদের মশাল মিছিলে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতা-কর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা, ‘ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘পরিবহনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মশাল মিছিলে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মৌলবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘গুপ্ত সন্ত্রাস যেখানে, লড়াই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আজকে ছাত্রশিবির কর্তৃক বাম সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে হামলা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা, কুয়েটে হামলা ও আজকের এই হামলা সবই এক সুতায় গাঁথা। চব্বিশের গণ-অভ্যুত্থান পরে আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ রাজনীতি। আজকের এই হামলা প্রমাণ করল ছাত্রশিবির শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদের রাজনীতি ছাত্রদল কায়েম করতে দেবে না। আমরা কোনো ছাত্র রাজনীতির শত্রু নই। যেকোনো ছাত্র সংগঠনের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি ছাত্রদল স্বাগত জানায়।

এদিকে হামলার ঘটনায় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসন ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন বাম সংগঠনের আহত নেতা-কর্মীরা। এই হামলার ঘটনায় কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁদের।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল