হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে আলামিন হোসেন (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে থানা-পুলিশ। এর আগে গতকাল রোববার রাতে কোনো এক সময় নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত আলামিন পৌরশহরের এসআর পাড়ার আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তাঁর দুই মেয়ে রয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অনটনের সংসারে আলামিন ও তাঁর স্ত্রী কাজলীর মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে খাবার খেয়ে সবাই ঘুমাতে যান। কাজলী তাঁর মেয়েদের নিয়ে এক ঘরে এবং পাশের ঘরে আলামিন একা শুতে যান। হঠাৎ রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিনের ঘরে শব্দ শুনতে পেয়ে কাজলী ও তাঁর মেয়েরা সেখানে যান। এ সময় তারা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আলামিনকে ঝুলতে দেখেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আলামিনের মরদেহ নিচে নামায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড