হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে আলামিন হোসেন (৩৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে থানা-পুলিশ। এর আগে গতকাল রোববার রাতে কোনো এক সময় নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত আলামিন পৌরশহরের এসআর পাড়ার আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তাঁর দুই মেয়ে রয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অনটনের সংসারে আলামিন ও তাঁর স্ত্রী কাজলীর মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে খাবার খেয়ে সবাই ঘুমাতে যান। কাজলী তাঁর মেয়েদের নিয়ে এক ঘরে এবং পাশের ঘরে আলামিন একা শুতে যান। হঠাৎ রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিনের ঘরে শব্দ শুনতে পেয়ে কাজলী ও তাঁর মেয়েরা সেখানে যান। এ সময় তারা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আলামিনকে ঝুলতে দেখেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আলামিনের মরদেহ নিচে নামায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক