হোম > সারা দেশ > নাটোর

পাটের গোডাউনে আগুন, পুড়েছে প্রায় দেড় হাজার মণ পাট

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১ হাজার ৪৫০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ী আতিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিয়াড় মসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। গোডাউনটিতে অনেক পাট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলে আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা পাট ও টিন পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বুঝতে পারছি না। পাট এবং গোডাউন মিলে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা