হোম > সারা দেশ > নাটোর

পাটের গোডাউনে আগুন, পুড়েছে প্রায় দেড় হাজার মণ পাট

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১ হাজার ৪৫০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ী আতিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিয়াড় মসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। গোডাউনটিতে অনেক পাট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলে আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা পাট ও টিন পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বুঝতে পারছি না। পাট এবং গোডাউন মিলে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে