রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।