হোম > সারা দেশ > পাবনা

রূপপুর প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক খুন, আটক ৩ বেলারুশীয়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক কাজাখস্তানের নাগরিক খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার পর রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিনসিটি ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে যায় এবং রাতে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির সময় আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘নিহত কাজাখস্তান নাগরিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে।’ তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, নিহত কাজাখস্তানের নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা