হোম > সারা দেশ > রাজশাহী

ব্যালট বাক্স ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই হয়। এ ঘটনার প্রধান আসামি আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা-পুলিশ। 

আসামি আফাজ উদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত ওই ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। 

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই ব্যালট উদ্ধার করে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়। 

এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের নেতৃত্বে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে হামলা চালিয়ে ব্যালট পেপারসহ ব্যালট বাক্স ছিনতাই করেছে মর্মে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হবে।’ 

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার