হোম > সারা দেশ > রাজশাহী

ব্যালট বাক্স ছিনতাই মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই হয়। এ ঘটনার প্রধান আসামি আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা-পুলিশ। 

আসামি আফাজ উদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত ওই ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। 

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই ব্যালট উদ্ধার করে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়। 

এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের নেতৃত্বে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে হামলা চালিয়ে ব্যালট পেপারসহ ব্যালট বাক্স ছিনতাই করেছে মর্মে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হবে।’ 

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার