হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র স্থান, জুতা পায়ে ওঠা ঠিক না: ইউএনওর কাণ্ডে এমপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেদিতে জুতা পায়ে শ্রদ্ধা জানানোর অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন আওয়ামী লীগ নেতার ওপর। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ বলেছেন, বঙ্গবন্ধু ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। জুতা পায়ে ওঠা ঠিক নয়।

শনিবার রাতে গণহত্যা দিবস উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসন মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে এ ঘটনার অভিযোগ ওঠে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, ‘আমরা মূল বেদির বাইরে ছিলাম। মূল বেদিতে জুতা পায়ে দিয়ে ওঠার কোনো প্রশ্নই ওঠে না।’

ইউএনওর সঙ্গে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাদেরও সেখানে দেখা গেছে।  এমন ছবি ফেসবুকসহ মোবাইলে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। অনেকে বিষয়টিকে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তোলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। কেউ জুতা পায়ে দিয়ে উঠতে পারে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে এটি ঠিক হয়নি। এ জন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার