হোম > সারা দেশ > রাজশাহী

বিদেশে যাওয়ার ৮ দিন আগে প্রাণ গেল ২ ভাইয়ের

পাবনা ও বেড়া প্রতিনিধি

পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন। 

মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই। 

জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ 

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা