হোম > সারা দেশ > রাজশাহী

বিদেশে যাওয়ার ৮ দিন আগে প্রাণ গেল ২ ভাইয়ের

পাবনা ও বেড়া প্রতিনিধি

পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত শনিবার তাঁরা নিখোঁজ হন। 

মৃত সম্রাট হোসেন পান্না সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে আপন খালাতো ভাই। 

জানা গেছে, আগামী ১১ অক্টোবর পান্না ও আশিকের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। তাঁদের সকল প্রস্তুতিও শেষ হয়েছিল। এরই মধ্যে গত শনিবার পাবনার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান তাঁরা। সেখানে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পান্না ও আশিক। দুদিন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মৃত পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ‘আগামী ১১ অক্টোবর দুজনের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল। সেখানে যাওয়ার আগে আমার ভাইদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ 

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, গত শনিবার পান্না শেখ ও আশিক আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়েতে যান। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি। দুই দিন পর আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে