হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আশরাফ আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একডালি গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ২৫ মার্চ বিকেলে ভুক্তভোগী শিশুটি তার নিজের বাড়িতে খেলছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আশরাফ আলী শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আশরাফ আলীর তিন ভাই টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। শিশুটির বাবার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেন। পরে ২৮ মার্চ শিশুটির বাবা আশরাফ আলী ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। থানার পুলিশ সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে একটি ধর্ষণ মামলা রুজু করে। এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। 

এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া র‍্যাব-১২-এর সহযোগিতায় কাজীপুর থেকে এই শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকেও গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল