বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আশরাফ আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একডালি গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ২৫ মার্চ বিকেলে ভুক্তভোগী শিশুটি তার নিজের বাড়িতে খেলছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আশরাফ আলী শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আশরাফ আলীর তিন ভাই টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। শিশুটির বাবার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেন। পরে ২৮ মার্চ শিশুটির বাবা আশরাফ আলী ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। থানার পুলিশ সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে একটি ধর্ষণ মামলা রুজু করে। এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া র্যাব-১২-এর সহযোগিতায় কাজীপুর থেকে এই শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকেও গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।