হোম > সারা দেশ > পাবনা

পদ্মার চরে সন্ত্রাসী হামলায় ৮ কৃষক আহত, গরু লুট করে ভূরিভোজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরে সন্ত্রাসী হামলায় আহত কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরে সন্ত্রাসী হামলায় আট কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের দুটি গরু লুট করে নিয়ে ভূরিভোজ করা হয়েছে।

আজ রোববার বিকেলে সাঁড়া ইউনিয়নের আট কিলোমিটার দক্ষিণে চরের জমিতে চাষাবাদ করতে গিয়ে কৃষকেরা মারধরের শিকার হন। তাঁরা হলেন সাঁড়া ঝাউদিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আনছার মাঝি, তাঁর ছেলে মজনু মাঝি, মাঝদিয়া গ্রামের সাদেকের ছেলে মাছিদুল ও মজিদুল ইসলাম, দুলাল খাঁর ছেলে লিটন খাঁ, সোহান হোসেন, আরাফাত ও এজাজুল। এর মধ্যে লিটনকে রাজশাহীতে এবং আনছার ও মজনুকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কৃষক আনছার ও মজনু জানান, পদ্মা থেকে বালু উত্তোলন ও বালুর খাজনা আদায়কে কেন্দ্র করে কয়েক দিন আগে চরে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সঙ্গে দৌলতপুরের বালু ব্যবসায়ী কাকনের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ ঘটে। এরপর কয়েক দিন স্থানীয় কৃষকদের পদ্মার চরে যাওয়া হয়নি। তাঁরা আজ দুপুরে নৌকাযোগে চাষাবাদের কাজে চরে যান। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ১০-১৫ জন সন্ত্রাসী কৃষকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বেদম মারধর করেন। এতে তাঁরা আহত হন। পরে হামলাকারীরা কৃষকদের দুটি গরু ছিনিয়ে বনভোজন করে খেয়েছেন বলে শুনেছেন। হামলায় ৭-৮ জন কৃষক আহত হন। পরে আহত অবস্থায় তাঁরা সেখান থেকে কোনোমতে পালিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাহিদুল ইসলাম শিশির জানান, আহত ব্যক্তিদের মধ্যে লিটনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন ভর্তি রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘কয়েক দিন আগে পদ্মার চরে দুই পক্ষের গোলাগুলির পর কৃষকদের ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। চরে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আহত কৃষকদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর