হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে গ্রামবাসী

তানোর (রাজশাহী) প্রতিনিধি

দীর্ঘ প্রায় ২৫ বছরের পুরোনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিরুদ্ধে। এতে প্রায় ১২টি পরিবারের কয়েকশত মানুষ চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা স্কুলে ও কৃষকেরা গরু-ছাগল তাঁদের বাড়িতে নিয়ে যেতে পারছেন না। রাজশাহীর তানোর পৌরশহরের তালন্দ কলেজের নিচপাড়া বিলধার এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা মুনজুর রহমান, কালাম হোসেন, জামাল, কমেলা বিবিসহ স্থানীয়রা জানান, তাঁরা এই রাস্তা দিয়ে প্রায় ২৫-৩০ বছর যাবৎ চলাচল করে আসছেন। গত দুদিন ধরে রাস্তার মালিকানা দাবি করে স্থানীয় শামীম, তাঁর শ্বশুর রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশের বেড়া দিয়ে তাঁদেরসহ প্রায় ১২টি বাড়ির লোকজনকে এক অর্থে অবরুদ্ধ করে রেখেছেন। জমি তাঁদের হলেও এ নিয়ে কোনো শান্তিপূর্ণ সমাধানে আছেন না তাঁরা। তাই চলাফেরা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগীরা। 

জায়গার মালিক দাবি করে শামীম নামে এক ব্যক্তি মোবাইলে এই প্রতিবেদককে বলেন, ‘১৬ কাঠার ওই জমিটি আমার স্ত্রী আফরোজা বেগমের। মূলত রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে। তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি। তবে জমির দক্ষিণ দিক দিয়ে জনসাধারণের চলাচলের জন্যে বিকল্প রাস্তা বেরও করে দিয়েছি।’ 

এ বিষয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন, ‘এই রাস্তার জায়গা নিয়ে স্থানীয়দের সমস্যাটি সমাধান করার জন্য বলেছি। এতে আমার সহযোগিতা থাকবে।’ 

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল