হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিশ্বকাপের ফাইনাল দেখতে অন্য বাড়িতে কৃষক পরিবার, ঘর পুড়ে ছাই

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়িতে গেছেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মুহূর্তেই ছাই হয়ে যায় টিনশেডের তিনটি ঘর। গতকাল রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ীর আব্দুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে। এ সময় ওই পরিবারকে ৬০ কেজি চাল, দুটি শাড়ি, দুটি লুঙ্গি, গামছা ও ১০টি কম্বল প্রদান করা হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ছাপরাঘর নির্মাণের কাজ চলছে। 

স্থানীরা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাশের বাড়িতে যান কৃষক আব্দুস সোবহানের পরিবারের সবাই। আনুমানিক রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে তাঁর বাড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি টিনশেড ঘরে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে তিনটি ঘর ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুস সোবহান বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। কাপড়চোপড় সব পুইড়ে গেছে। থাকার জায়গাও নাই আর। এই ঠান্ডার মধ্যে কী করমু এহন!’ 

এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। সবাই ফুটবল খেলা দেখতে অন্য বাড়িতে গিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোবহানকে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।’ 

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়জন সদস্য পরনের একটা কাপড় ছাড়া কিছুই ছিল না তাদের। আমরা সহায়তা করেছি। ডিসি স্যার বাড়ি নির্মাণের জন্য টিন প্রদানসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’ 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার