হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে এক মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহ জামাল বলেন, ধুনট থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই মো. রকিসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বোয়ালকান্দি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গলায় ধারালো চাকু ধরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড