হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে এক মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহ জামাল বলেন, ধুনট থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই মো. রকিসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বোয়ালকান্দি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গলায় ধারালো চাকু ধরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার