হোম > সারা দেশ > নওগাঁ

দুই মাস আগে মা হওয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় রিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবার বাড়িতে একটি পেয়ারাগাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দুই মাস আগে রিনা খাতুন সিজার করে একটি সন্তান জন্ম দেন। সোমবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী ও পরিবারের দাবি, সিজার করে সন্তান জন্মদানের পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 

মৃত রিনা খাতুন উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের ময়নুল ইসলামের স্ত্রী। তিনি একই গ্রামের ইনতাজ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে মদনচক গ্রামের ইনতাজ আলীর মেয়ে রিনা খাতুনের সঙ্গে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুল ইসলামের বিয়ে হয়। সন্তান প্রসবের জন্য তাঁকে বাবার বাড়িতে আনা হয়েছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। 

মৃতের স্বামী ময়নুল ইসলাম বলেন, 'প্রায় দুই মাস আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে স্ত্রী রিনা সন্তান জন্ম দেন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। এমনকি তিনি সন্তানকে আদর-যত্নও করতেন না।' 

রিনার বাবা ইনতাজ আলী বলেন, 'সিজারিয়ান হওয়ার পর থেকে মেয়ে রিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা থেকে তাঁকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের একটি পেয়ারাগাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি।'

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পেয়ারাগাছে ঝুলন্ত অবস্থায় রিনা খাতুনের মরদেহ পাওয়া যায়। মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী