হোম > সারা দেশ > বগুড়া

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ জনগণ বাড়তি খরচের বোঝা বহন করতে বাধ্য হবে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হবে। তাই অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল, নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ সেবার মান উন্নত না হয়ে বরং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

মানববন্ধন শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে, যেখানে তারা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা