হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে যোগ দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

পুঠিয়ায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেনকে (৫০) প্রতিপক্ষ কয়েকজন ক্ষিপ্ত হয়ে মারধর করেন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিড়ালদহ বাজারে রনির চা দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। আহত কামাল হোসেন উপজেলার নয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ও স্থানীয় ব্যবসায়ী। 

কামাল হোসেন বলেন, ‘শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি পুঠিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আমিও যোগ দিই। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক দোকানে চা খাচ্ছিলাম। এ সময় আব্দুস সামাদের অনুসারী মহসিন, জাহাঙ্গীর ও আমানসহ কয়েকজন আমাকে লোহার বড় দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।’ 

‘স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গতকাল রাতেই চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিই।’ বলেন কামাল হোসেন। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেব।’ 

গত ৬ ফেব্রুয়ারি সকালে স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠন করা নিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদসহ তার সঙ্গীয়দের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। এ সময় প্রধান শিক্ষক বাথরুমের দরজা আটকিয়ে আত্মরক্ষা করেন। পরে তিনি ৯৯৯-এ কল করলে পুলিশ তাঁকে উদ্ধার করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ঘটনার দিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত ৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিচার দাবি করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার