সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদারখাল গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী এই ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেদারখাল গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ ভাসছিল। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, লাশটি অর্ধগলিত। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে বস্তার মধ্যে লাশ ভরে পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।