হোম > সারা দেশ > নাটোর

ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ জন ছাত্র আহত হয়েছে। আরও কয়েকজন ছাত্রী আতঙ্কিত হয়েছে অসুস্থ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)। পুলিশ বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে সমাধান করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা আটকে রাখে। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতায় সমস্যার সমাধান হয়। 

গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হয়।’ 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়