পাবনার সাঁথিয়ায় আতাইকুলা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আতাইকুলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামের সোরহাবের ছেলে মামুন, মহিরের ছেলে রহিম, লতিফের ছেলে রহিম, ওমরের ছেলে ছামাদ, তাহেরের ছেলে রবিউল, বাবু মোল্লার ছেলে রনি মোল্লা, হাচেনের ছেলে আজিজল ও দুলালের ছেলে তারেক।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে গতকাল অভিযান চালিয়ে থানার কুচিয়ামোড়া এলাকা থেকে জুয়া খেলার সময় ওই ৮ জুয়ারিকে আটক করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জুয়া খেলার কারণে তাঁদের আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়।