হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় ‘টাইগার-নবাব’কে ঘিরে উৎসবের আমেজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মান্দা উপজেলায় ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল টাইগার বিষুকে বিক্রি করেছেন ৭ লাখ টাকায়।

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলায় দুটি খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির দুটি ষাঁড়। ষাঁড় দুটির নাম রাখা হয়েছে টাইগার বিষু ও নবাব। এদের ঘিরে খামার দুটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে টাইগার বিষুকে বিক্রি করা হয়েছে ৭ লাখ টাকায়।

ক্রস ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের টাইগার বিষুকে লালন পালন করছেন ছোটবেলালদহ গ্রামের আবু ইউসুফ হেলাল, আর ৩৫ মণ ওজনের নবাবের দেখাশোনা করছেন এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন।

ষাঁড় দুটি শুধু গ্রামের নয়, আশপাশের অনেক এলাকার মানুষের কৌতুহলের কেন্দ্রে পরিণত হয়েছে। মাত্র সাড়ে তিন বছর বয়সেই এদের এমন ওজন হয়েছে। খামার মালিকেরা বলছেন, আদর-যত্ন আর সুষম খাদ্যেই ষাঁড় দুটির এই আকৃতি পাওয়ার মূল্য রহস্য।

খামারি আফজাল হোসেন জানালেন, নবাবকে প্রতিদিন তিনবার গোসল করানো হয় এবং তার খাবারে থাকে ময়দা, ভুসি, দানাগুড়, গম, কালাইসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। তার খামারে আরও রয়েছে তিনটি বিশাল ষাঁড়—সাদা মানিক, কালো মানিক ও বাদশা, যাদের সবাইকে একই রকম যত্নে রাখা হয়।

আরেক খামারি আবু ইউসুফ হেলাল বললেন, “সখের বশে ফ্রিজিয়ান জাতের গরুটি লালন করেছি। মাত্র তিন বছরেই এর ওজন ৩০ মণ হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ কেজি সুষম খাবার খাওয়ানো হয়।

এনায়েতপুর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেন ৩৫ মণ ওজনের নবাবের মালিক। ছবি: আজকের পত্রিকা

ঈদ সামনে রেখে খামার দুটিতে প্রতিদিন হাজারো মানুষ এসে এই বিশাল ষাঁড়গুলো দেখতে ভিড় করছেন। অনেকেই ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ষাঁড়দের জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।

খামারি ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদে এসব বড় ষাঁড় ভাল দামে বিক্রি হবে। তবে তারা বলছেন, লাভের চেয়ে পশুদের প্রতি ভালোবাসা ও যত্নই তাদের কাজের মূল অনুপ্রেরণা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন জানান, ঈদকে সামনে রেখে খামার দুটিতে পশুগুলোকে বিশেষ তদারকি ও পরিচর্যা করা হয়েছে। এখন খামার দুটো শুধু পশু পালন কেন্দ্র নয়, এটি পশুপ্রেম, পরিশ্রম ও সফলতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন