হোম > সারা দেশ > রাজশাহী

আশুলিয়া থেকে ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পাঁচ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাচ্চু হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে। গতকাল শনিবার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বাচ্চু উপজেলার উত্তর মেন্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

থানার পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত বাচ্চু হোসেন একজন ধূর্ত প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে আদালতে পাঁচটি সিআর মামলা ও একটিতে সাধারণ ওয়ারেন্ট রয়েছে। সবগুলোতেই তাঁর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁকে ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়। অবশেষে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বিবাংলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আশুলিয়া থানার পুলিশের সহায়তায় ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই জাহিদুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করে থানায় নেয়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা রয়েছে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।’ 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার