হোম > সারা দেশ > রাজশাহী

আশুলিয়া থেকে ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পাঁচ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাচ্চু হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে। গতকাল শনিবার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বাচ্চু উপজেলার উত্তর মেন্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

থানার পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত বাচ্চু হোসেন একজন ধূর্ত প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে আদালতে পাঁচটি সিআর মামলা ও একটিতে সাধারণ ওয়ারেন্ট রয়েছে। সবগুলোতেই তাঁর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁকে ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়। অবশেষে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বিবাংলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আশুলিয়া থানার পুলিশের সহায়তায় ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই জাহিদুল ইসলাম তাঁকে গ্রেপ্তার করে থানায় নেয়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা রয়েছে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল