হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা) যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা দুই-একদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এ দফায় ভারী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে পানি বাড়ায় জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি ও নিচু বাড়িঘর।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ‘আজ (বুধবার) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি আরও দুই-তিন দিন বাড়বে। এর মধ্যে বিপৎসীমাও অতিক্রম করতে পারে। তবে এ দফায় বড় বন্যার হওয়ার কোনো আশঙ্কা নেই।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক