প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ৩১ ও জেলা পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার পুলিশের দুই ইউনিটের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয়। পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া অন্যান্য অপরাধ এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।