হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ২২ দিন পর বিদ্যুৎ পেলেন বিএনপির নেতা-কর্মীরা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

২২ দিন পর সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপির ৯ নেতা-কর্মীর বাড়ির বিদ্যুতের সংযোগ পুনরায় দেওয়া হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার বিকেলে এই সংযোগ দেন পল্লী বিদ্যুতের কর্মীরা।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলাম বিদ্যুৎ পুনঃসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ জানুয়ারি ভোট দিতে না যাওয়ায় এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ওই নেতা-কর্মীদের বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়। পরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজীপুর জোনাল অফিসের ডিজিএম বরাবর একটি লিখিত অভিযোগ দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলাম।

যুবদলের নেতা আশাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার ২২ দিন পর গতকাল (মঙ্গলবার) বিকেলে বিএনপির নেতা-কর্মীদের পুনরায় সংযোগ লাগিয়ে দেওয়ার কাজ শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতি।’ তিনি এ জন্য আজকের পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পত্রিকা ও অনলাইনে রিপোর্ট প্রকাশের পর পল্লী বিদ্যুৎ সমিতি সংযোগ লাগিয়ে দেয়। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।

 এ বিষয়ে কথা বলতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজীপুর জোনাল অফিসের ডিজিএম ছানোয়ার হোসেনে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার