বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় শহরের কানছগাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া ডিবির একটি দল। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
তিনি জানান, চেয়ারম্যান আব্দুল কাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হবে।
আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য এবং উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা।