হোম > সারা দেশ > জয়পুরহাট

শিক্ষাপ্রতিষ্ঠান ফিরে পেল প্রাণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৫৪৪ দিন পরে সারা দেশের ন্যায় কালাই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে গেছে। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সরেজমিনে দেখা গেছে, কালাই উপজেলায় স্কুল খোলার আনন্দে সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। এত দিন পরে স্কুলে আসতে পেরে তাদের আনন্দের যেন শেষ নেই। আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই সব শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে আসতে শুরু করে । তবে নিজ নিজ স্কুলপ্রধানেরা প্রাইমারি বিদ্যালয়ে পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ছাড়া অন্য সব শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেন। এতে বিষণ্ন মন নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যায়।

শিক্ষার্থীরা আক্ষেপ করে বলে, `দেশের সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলে না। এত দিন পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সবাই একসঙ্গে ক্লাস করতে পারছি না।'

পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তুলি রানী, আলেফা আক্তার বলে, `এত দিন পরে স্কুলে আসতে পেরে আমরা খুব আনন্দিত। আর যেন স্কুল বন্ধ না হয়।'

পুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আনন্দে সকাল থেকে স্কুলের সব শিক্ষার্থী আসতে শুরু করেছে। তবে পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত