হোম > সারা দেশ > বগুড়া

পুলিশের বাধা উপেক্ষা করে রাজশাহীর পথে যুবদল 

বগুড়া প্রতিনিধি

পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার চারমাথা এলাকা থেকে মোটরসাইকেলের বহরটি নওগাঁ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, যুবদলের মোটরসাইকেলর বহর আটকানোর জন্য বগুড়া-নওগাঁ মহাসড়কে চারমাথা বাস টার্মিনাল এলাকায় এবং গোদারপাড়া এলাকায় পুলিশ চেকপোস্টে বসানো হয়েছিল। তারা (যুবদল) বিকল্প পথে চারমাথা বাসটার্মিনাল এলাকা পার হলেও গোদারপাড়া এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। কিন্তু বিপুলসংখ্যক নেতা-কর্মী পুলিশের বাধা উপেক্ষা করেই রাজশাহীর পথে রওনা দেন। 

বেলা ১২ দিকে আহসান হাবিব মোবাইল ফোনে জানান, পথে কাহালু এবং দুপচাঁচিয়া উপজেলা অতিক্রম করার সময়েও পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছেন। 

এদিকে সরেজমিনে দেখা গেছে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া শহরতলির গোদারপাড়া বাজার পার হয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন। যুবদলের মোটরসাইকেল বহর চলে যাওয়ার পর সেখানে একটি যাত্রীবিহীন বাস আড়াআড়ি করে দিয়ে মহাসড়কের অর্ধেক অংশ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বসানো চেক পোস্টে পুলিশ মোটরসাইকেলের কাগজ চেক করছে। 

চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় গোয়েন্দা পুলিশের আরেকটি চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজ যাচাই-বাছাই করছেন। 

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ  বলেন, কে কোথায় যাচ্ছে সেটা পুলিশ দেখছে না। পুলিশ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজ যাচাই করছে। যে সকল যানবাহনের কাগজ নেই তাদের মোটরযান আইনে মামলা দেওয়া হচ্ছে। 

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক