হোম > সারা দেশ > নাটোর

ট্রেনের দরজা থেকে উঁকি দিয়ে প্রাণ গেল যাত্রীর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজা খুলে বাইরে দেখতে গিয়ে প্রাণ গেছে এক যাত্রীর (৪৫)। আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ট্রেনে দরজার পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দরজার বাইরে মাথা বেরিয়ে উঁকি দেন। এ সময় রেলস্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে নিচে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির মুখে দাড়ি, জিনসের প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল।

মাধনগর রেলস্টেশন মাস্টার ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের স্টেশনমাস্টার উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন অজ্ঞাত ব্যক্তিটি। এমন সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার