হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের স্টেশন রোডে মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে আয়োজিত সমাবেশ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার মোটরশ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলায় জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়ে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আজ বুধবার বেলা ১টার পর থেকে সব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সমাবেশে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল। তিনি বলেন বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রশাসনও আশ্বস্ত করেছে। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে। এ জন্য শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানানো হয় সমাবেশ থেকে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধ থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা হামলার শিকার হন।

এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহনশ্রমিকেরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এ ছাড়া ওই ঘটনার জেরে বুধবার বেলা ১১টার দিকে পরিবহনশ্রমিকেরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুটি আড়তে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল