হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু–টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামারপল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।

কোমলেশ কর্মকার বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। আর এই ঈদে গরুর মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে বর্তমানে করোনার কারণে বেচা–বিক্রি আগের চেয়ে কম। পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।’

কামারপল্লিতে কাটারি কিনতে আসা সবুজ মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে এবারে জিনিসের দাম একটু বেশি।’ বড় ছুরি ৭০০, ছোট ছুরি ৩০ থেকে ৫০ টাকা ও কাটারি বড়–ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক