হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু–টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামারপল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।

কোমলেশ কর্মকার বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। আর এই ঈদে গরুর মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে বর্তমানে করোনার কারণে বেচা–বিক্রি আগের চেয়ে কম। পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।’

কামারপল্লিতে কাটারি কিনতে আসা সবুজ মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে এবারে জিনিসের দাম একটু বেশি।’ বড় ছুরি ৭০০, ছোট ছুরি ৩০ থেকে ৫০ টাকা ও কাটারি বড়–ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল