হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

গ্রেপ্তার আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ (৪৭) আদমদীঘি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং সান্দিড়া গ্রামের বাসিন্দা কাজী আব্দুল আজিজের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ আগস্ট রাতে একটি মিছিল শেষে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলায় ১ নম্বর আসামি সিরাজুল ইসলাম খান রাজুর নির্দেশে জিল্লুর রহমানসহ অন্য আসামিরা লাঠিসোঁটা এবং ককটেল নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় আসামি আব্দুল হক আবু পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেন।

হামলাকারীরা কার্যালয়ে প্রবেশ করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে এবং আগুনে পুড়িয়ে দেয়। পাশাপাশি এসি, টিভি, চেয়ার, টেবিলসহ কার্যালয়ের অন্যান্য সামগ্রী এবং প্রয়োজনীয় কাগজপত্রও পুড়িয়ে দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বকুল হোসেন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার