হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় অযত্ন-অবহেলায় পড়ে আছে শহীদ মিনার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাষা শহীদদের স্মরণে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দানদীঘি বাজারে নির্মিত শহীদ মিনারটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। ময়লা-আবর্জনা ও আগাছায় ভরে গেছে শহীদ মিনার চত্বর। স্থানটি থেকে মানুষের মলমূত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া শহীদ মিনারটির জায়গা দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী মহল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাষা শহীদদের স্মরণে প্রায় ত্রিশ বছর আগে উপজেলার ময়দানদিঘী বাজারের উত্তরপাশে কমিউনিটি সেন্টার সংলগ্ন সরকারি ভূমিতে নির্মাণ করা হয় একটি শহীদ মিনার। খাঁনমরিচ ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত শহীদ মিনারটিতে স্থানীয় লোকজন প্রতি বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। কিন্তু এলাকার প্রভাবশালী মহল শহীদ মিনারটির প্রবেশ পথসহ জায়গা দখল করে ঘর তুলেছেন। এতে করে শহীদ মিনারটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে শহীদ মিনার চত্বরটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। 

স্থানীয় সচেতন এলাকাবাসী, শহীদ মিনারটির এমন অযত্ন ও অবহেলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন সচেতন ব্যক্তি জানান, শহীদ মিনারের জায়গা দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী মহল। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে শহীদ মিনারটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সেখানে মানুষ মল-মূত্র ত্যাগ করছে। শহীদ মিনারের জায়গা দখল করে মানুষ ঘর তুলেছেন। শহীদ মিনারটি দখলমুক্ত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, শহীদ মিনারটিতে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল