হোম > সারা দেশ > পাবনা

ঘূর্ণিঝড় রিমাল: পাবনায় সড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ ৩ ঘণ্টা

পাবনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। গতকাল রোববার মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। 

পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন। 

ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’ 

শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।’ 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর