হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন মেয়র, থানায় জিডি

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)


সিরাজগঞ্জের কাজীপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ ঘটনায় ওই সাংবাদিক মেয়রের বিরুদ্ধে শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সময়ের আলো পত্রিকায় 'কাজীপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কাজীপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দকৃত ধানবীজ ও মিশ্রসার প্রদানের তালিকায় মেয়র নিজে, কমিশনার ও তাঁর নিকট আত্মীয়র নাম লিখিয়ে সেই প্রণোদনা তুলে নেন বলে উল্লেখ করা হয়।

এরই জেরে ওই দিন গভীর রাতে মেয়র আব্দুল হান্নান তালুকদার সাংবাদিক গোলাম কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। একপর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকি দেন। পরে সাংবাদিক গোলাম কিবরিয়া শুক্রবার রাতে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে মেয়রের বিরুদ্ধে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিরাপত্তাহীনতায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে থানায় এবং পরে থানা থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সাংবাদিকের জিডিটি (জিডি নং ৫১৩) থানায় গ্রহণ করা হয়েছে। তাঁকে পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

এব্যাপারে আজকের পত্রিকাকে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার একেকবার একেক কথা বলেন। প্রথমে তিনি হুমকির কথা অস্বীকার করে বলেন, এসব মিথ্যা। পরে হুমকির কথা স্বীকার করে বলেন, ওইভাবে হুমকি দিইনি। এরপর মিটিং-এ আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার