নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীসহ দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের ডিসি করা হয়েছে।
একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে রাজশাহীর ডিসি আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব পদে বদলি করা হয়েছে।