হোম > সারা দেশ > নওগাঁ

রশি দিয়ে পথ আটকে দুই মোটরসাইকেল, টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন বলেন, ‘গতকাল রাত অনুমান ৯টা নাগাদ আমার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিল। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ মোড়ে পৌঁছালে ৮-১০ জন ছিনতাইকারী রশি দিয়ে তার পথরোধ করে। এরপর মারধর করে হাত-পা, মুখ বেঁধে মোটরসাইকেল, ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

এ ঘটনার কিছু সময় পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে রাণীনগরে ফিরছিলেন। এ সময় একই স্থানে তাঁকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। তাঁর হাত-পা, মুখ বেঁধে একটি মোটরসাইকেল, ৫ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এবং ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল