হোম > সারা দেশ > নওগাঁ

রশি দিয়ে পথ আটকে দুই মোটরসাইকেল, টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন বলেন, ‘গতকাল রাত অনুমান ৯টা নাগাদ আমার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিল। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ মোড়ে পৌঁছালে ৮-১০ জন ছিনতাইকারী রশি দিয়ে তার পথরোধ করে। এরপর মারধর করে হাত-পা, মুখ বেঁধে মোটরসাইকেল, ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

এ ঘটনার কিছু সময় পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে রাণীনগরে ফিরছিলেন। এ সময় একই স্থানে তাঁকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। তাঁর হাত-পা, মুখ বেঁধে একটি মোটরসাইকেল, ৫ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এবং ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার