হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিপণ দাবি ৫০ হাজার, ১০ হাজার টাকা দেওয়ার পর মিলল লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের তিন দিন পর রেদোয়ান ইসলামের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রতনকান্দি গ্রামের সাগর মিয়া (১৮), নাঈম মিয়া (১৮) ও জিগারবাড়িয়া গ্রামের শাখাওয়াত (১৯) হোসেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রেদোয়ানের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের ছেলে মো. রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পাশ থেকে অপহরণ করা হয়। সে পাশের একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। অপহরণের পর ওই রাতে অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ওই টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে রাতেই মমিরুল ইসলাম বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু এর পর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা-পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী আজ সোমবার সকালে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ‘শিশুটিকে অপহরণের পর গত শনিবার আমরা অভিযোগ পাই। পরদিন রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ