হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিপণ দাবি ৫০ হাজার, ১০ হাজার টাকা দেওয়ার পর মিলল লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের তিন দিন পর রেদোয়ান ইসলামের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রতনকান্দি গ্রামের সাগর মিয়া (১৮), নাঈম মিয়া (১৮) ও জিগারবাড়িয়া গ্রামের শাখাওয়াত (১৯) হোসেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রেদোয়ানের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের ছেলে মো. রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পাশ থেকে অপহরণ করা হয়। সে পাশের একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। অপহরণের পর ওই রাতে অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ওই টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে রাতেই মমিরুল ইসলাম বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু এর পর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা-পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী আজ সোমবার সকালে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ‘শিশুটিকে অপহরণের পর গত শনিবার আমরা অভিযোগ পাই। পরদিন রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর