হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় ধরা পড়ল ৫৪ কেজির বাগাড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে ৫৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী শহরের জাহাজঘাটের বিপরীতে পদ্মা নদীতে জেলেদের জালে এই মাছ ধরা পড়ে। পরে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মাছটি ধরা পড়েছিল নগরীর মিজানের মোড় এলাকার জেলে শাহ জামালের জালে। তিনি বলেন, সন্ধ্যার দিকে জাল নিয়ে তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন জামাল উদ্দিন। প্রায় চার ঘণ্টা পরে মাছটি তাঁর জালে আটকা পড়ে। পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী বজলুর রহমান তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

এর কয়েক দিন আগে রাজশাহীর গোদাগাড়ীতে ৭৪ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছিল পদ্মা নদীতে। মিজানের মোড় এলাকায় এই মাছটি আনা হলে সকালে তা দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী আসেন এবং ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

বজলুর রহমান বলেন, তিনি মাছটি নিয়ে ঢাকায় যেতে চেয়েছিলেন। তার আগে পাশের বালুঘাটের লোকজন মাছটি কিনে নিয়েছেন। তিনি তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা লাভ দাবি করেছেন। টাকা এখনো পাননি। এলাকার মানুষ খেতে চেয়েছে, তাই তিনি ছাড় দিয়েছেন। ঢাকায় নিয়ে গেলে মাছটা অনেক দামে বিক্রি করতে পারতেন বলেও তিনি জানান।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু