নওগাঁর নিয়ামতপুরে আবুল কাশেম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মৃতের ছোট ভাই আবুল কালাম (৩৫) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। আবুল কাশেম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ছাতমা গ্রামের কুবির মণ্ডলের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আবুল কাশেমের বাড়িতে হওয়া শব্দ শুনে আবুল কালাম তাঁর স্ত্রী ও সন্তানদের পাঠান। এ সময় তাঁরা দেখেন আবুল কাশেম বাড়ির ভেতরে আমগাছের নিচে উপুড় হয়ে পড়ে আছেন। এ সময় তাঁরা চিৎকার করলে প্রতিবেশীরা ও আবু কালাম ছুটে এসে দেখেন সেখানে আবুল কাশেম মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর চোয়াল ও হাঁটুতে জখমের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম ও আবুল কালাম দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি। তাঁদের মধ্যে কোনো ঝামেলা না থাকলেও তাঁদের চাচাতো ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে।
এ বিষয়ে আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।