হোম > সারা দেশ > পাবনা

ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনায় আ.লীগ নেতার মৃত্যু

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু। 

ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। 

দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।

ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান। 

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ