হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সাত দিনের লকডাউন শুরু, দুজনের মৃত্যু

প্রতিনিধি

নাটোর: রাজশাহীর নাটোরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। মৃত দিলীপ কুমার চক্রবর্তী (৬২) ও রমজান আলী (৯০) নামের ওই দুই ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩০।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মধ্যে দিলীপ কুমার চক্রবর্তীকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের দেওয়া সিংড়া ও নাটোর পৌরসভায় সাত দিনের বিশেষ লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি মানাতে সকাল থেকেই দুই পৌর শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা পৌরসভা এলাকায় জারিকৃত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ মনিটরিং করতে সকাল ৭টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় উপস্থিত হন। সেখান থেকে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ ছাড়া একই সময়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজও শহর মনিটরিংয়ে বের হন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার