হোম > সারা দেশ > বগুড়া

‘একতারা’ প্রতীক পেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ‘সিংহ’ প্রতীক চেয়ে আবেদন করলেও ‘একতারা’ প্রতীক দেওয়া হয়েছে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

আজ বুধবার বেলা দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম হিরো আলমের হাতে ‘একতারা’ প্রতীক তুলে দেন।

প্রতীক পেয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমার লোকজন কম ছিল, তাই ভোট গ্রহণের দিন আমার ওপর হামলা করে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক অনেক বেশি। তাই কেউ হামলা করলে পাল্টা হামলা করা হবে।’

হিরো আলম বলেন, ‘আমি সিংহ প্রতীক না পেলেও খুশি। অভিনয়ের পাশাপাশি আমি গান করি। হয়তোবা এ কারণেই আমাকে একতারা প্রতীক দেওয়া হয়েছে।’

হিরো আলম আরও বলেন, ‘গতবারের মতো এবারও অনেক যুদ্ধ করে প্রার্থিতা পেতে হয়েছে। আমাকে কেন বারবার হয়রানি করা হয়, জানি না। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘গান এবং অভিনয়ের মাধ্যমে আমি মানুষের ভালোবাসা অর্জন করেছি। এবার নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।’

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক