হোম > সারা দেশ > নাটোর

লাঠির আঘাতে সহোদরকে হত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে সাজদার রহমান (৫৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাক (৬০) ও তাঁর ছেলে মুর্শেদকে (৩০) থানায় নিয়েছে পুলিশ।

নিহত কৃষক সাজদার রহমান ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক দুজনই ওই গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে। 

নিহতের স্ত্রী মতিজান বেগম (৪০) বলেন, তার স্বামী সাজদার রহমানের সঙ্গে পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে তাঁর ভাইদের মধ্যে কয়ে কমাস ধরেই বিবাদ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে মহল্লার মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সাজদার রহমানের সঙ্গে ভাই ও ভাতিজাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আব্দুর রাজ্জাক তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সাজদার রহমান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমতাজুল হাসান শিমুল বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাজদার রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। শরীরে কোনো জখম পাওয়া যায়নি। 

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল