হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলল পরিত্যক্ত গ্রেনেডের 

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। এক শিশু সেটিকে খেলনা ভেবে প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনি এলাকায় খনন কাজ চলছে এমন একটি পুকুরে পরিত্যক্ত গ্রেনেডটির সন্ধান মেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেনেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রেলওয়ের জমিতে এম এস কলোনির মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকেরা কাজ শেষ করে চলে যান। সে সময় তৃতীয় শ্রেণি পড়ুয়া স্বর্ণা নামের এক শিশু বাড়ির পেছনে গিয়ে খননের জায়গায় লাল টেপ মোড়ানো লোহার বস্তুটি দেখে খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। তার বাবা সুবাস কুমার দাস বস্তুটি গ্রেনেড বলে বুঝতে পারে। বিপদের আশঙ্কায় এটিকে পূর্বের স্থানে রেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি জানতে পারি। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনী অধ্যুষিত এলাকা ছিল। ওই সময় গ্রেনেডটি যেকোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়েছিল। মাটি খনন করায় সেটি বের হয়ে এসেছে।’

ওসি আরও বলেন, ‘এলাকাটি আম বাগান পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ আলীর তত্ত্বাবধানে রাখা হয়। পরে র‍্যাবের বোম ডিসপোজাল টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর