হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দরপত্র চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে হাটবাজার ইজারার দরপত্র চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও গতকাল (২৭ এপ্রিল) আদেশের অনুলিপি হাতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও সাইদা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই আদেশের অনুলিপি হাতে পেয়েছি।’ 

এর আগে গত ২ মার্চ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে হাটবাজারের ইজারা দরপত্র যাচাই বাছাইয়ের সময় ইউএনওর টেবিল থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জামাদারপুকুর হাটের একটি দরপত্র গোপনে সরিয়ে ফেলেন। সেটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। 

পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহকারী মোজাহিদুল ইসলাম বাদী হয়ে ওই ইউপি চেয়ারম্যানকে নামীয় আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উপজেলার জামাদারপুকুর হাটের একটি দরপত্র জালিয়াতির মাধ্যমে গোপনে চুরি করে বাইরে পাঠিয়ে দেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী বগুড়া জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 

এতে আরও বলা হয়েছে, যেহেতু মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মনে করে সরকার। সেহেতু তাকে এই অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ করায় তাকে ইউনিয়ন পরিষদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার কথা উল্লেখ করা হয়। 

এ ছাড়া নোটিশে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব চেয়ে পত্র প্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘সাময়িক বরখাস্তের ঘটনা আমি শুনেছি। লিখিত কিছু এখনো পাইনি। দরপত্র সরানোর ঘটনায় আমি নির্দোষ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার