হোম > সারা দেশ > পাবনা

২২ বছর বিনা বেতনে শিক্ষকতা করছেন তাঁরা

 আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

২২ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে যাচ্ছেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের কে. এইচ. এ নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তাঁরা। সনদপত্রের বয়স না থাকায় অন্যত্র চাকরিও পাচ্ছেন না এই শিক্ষকেরা।

বিনা বেতনে কাজ করা শিক্ষকেরা হলেন-মো. আশরাফ আলী, মোছা. রাজিয়া সুলতানা, মো. বাছের উদ্দিন এবং মো. আবুল কালাম আজাদ।

জানা যায়, উপজেলার একদন্ত ইউনিয়নের কেদারপাড়ায় ১৯৯৯ সালে কে. এইচ. এ নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় পাঠদানের অনুমোদন পেয়ে পরিচালিত হয়ে আসছে। মূলত ওই অঞ্চলে নারী শিক্ষাকে এগিয়ে নিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । এ বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী (ছাত্রী) রয়েছে ১২৭ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৫০ জন, সপ্তম শ্রেণিতে ৫০ জন এবং অষ্টম শ্রেণিতে ২৭ জন ছাত্রী অধ্যয়ন করছে।

বিদ্যালয়টির শিক্ষিকা রাজিয়া সুলতানা বলেন, এখানে সরকারি সুবিধা নেই বললেই চলে। সরকারি বৃত্তি ব্যবস্থাও নেই। এ জন্য অনিয়মিত আর ঝরে পড়ার হার বেশি এই স্কুলে।

বিদ্যালয়টির শিক্ষার্থী অজুবা খাতুন জানায়, আমাদের বাড়ি থেকে বিদ্যালয়টি অনেক কাছে। তাই এই স্কুলে ভর্তি হয়েছি। কিন্তু শিক্ষকদের দীর্ঘদিন বেতন না থাকায় বিদ্যালয়টি এখন বন্ধের উপক্রম হয়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মতিয়া খাতুন বলেন, বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে আমার আর পড়া লেখা হবে না। কারণ আমার বাড়ি থেকে অন্য স্কুল অনেক দূরে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাছের উদ্দিন বলেন, সম্মানী না পেলেও আমরা সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করছি। সরকারি ছুটি ব্যতীত সকল কর্মদিবসেই আমরা উপস্থিত থাকি এবং শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করার কাজ চালিয়ে যাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি প্রাপ্ত। তবে এম. পি. ও. ভুক্ত নয়। শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু সুসংবাদ এখনো আসেনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একদন্ত ইউনিয়নের সাবেক ইউ. পি. চেয়ারম্যান ওমর আলী বিশ্বাস বলেন, বিদ্যালয়টি নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে রেজিস্ট্রেশন শুরু হবে। আমরা নিয়ম মেনে আবেদন করব।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার