রাজশাহীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি রুহুল আমিন জানান, ভরুয়াপাড়া এলাকার এক সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।