হোম > সারা দেশ > জয়পুরহাট

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের মরদেহ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর পাড় থেকে পাহারাদার শামীম হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে বুধবার গত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝগ্রামের দিঘলীর বিল পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আক্কেলপুর পৌরসভার শান্তা গুরকি গ্রামের মৃত মালেক সাখিদারের ছেলে। 

শামীম হোসেন পৌর যুবদলের সাবেক সহসভাপতি পদে ছিলেন। তিনি স্থানীয় নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শামীম হোসেন দীর্ঘদিন ধরে নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার সন্ধ্যায় ইফতার করে রাতে পুকুর পাহারা দিতে গিয়েছিলেন শামীম। রাত পৌনে দশটার দিকে পুকুরের মালিক নিলাভ হোসেন ওই পুকুর দেখতে গিয়ে দেখেন শামীমের মরদেহ। পরে তিনি পুলিশ ও স্থানীয় লোকজনদের খবর দেন। পুলিশ বুধবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হোসেন গবু আজকের পত্রিকাকে বলেন, ‘শামীমের কোনো শত্রু ছিল না। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তিনি নেশা করতেন।’ 

নিহত শামীমের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘আমার স্বামী নেশা করতেন। তিনি কী কারণে মারা গেছেন সেটি আমি বলতে পারব না।’ 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে পরিবারের লোকজন জানায় তিনি মাদক সেবন করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা